1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
লক্ষ্মীপুরে সেই ফিলিং স্টেশনে আবারও বিস্ফোরণ, নিহত-১,আহত-৩ | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জে সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা,প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইসলামি একাডেমির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান | দৈনিক সময়ের নুর ডট কম  লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৬ | দৈনিক সময়ের নুর ডট কম তোফায়েল আহম্মদ এর মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগারের শুভ উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ৫ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ব্রিজ ধসে পড়ায় ৭ গ্রামের মানুষ যোগাযোগবিচ্ছিন্ন, ব্যাহত শিক্ষা কার্যক্রম | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপি শুরু হয়েছে “দেওয়ানশাহ্ মেলা” | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭২ বার দেখা হয়েছে

মো. ইসমত দ্দোহা :

প্রায় সাড়ে ৪শ’ বছরের ঐতিহ্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার রামচন্দ্রপুরে ফকির হযরত দেওয়ানশাহ্ মাঝার প্রাঙ্গণে সপ্তাহব্যাপি শুরু হয়েছে মেলা (দরগাহ)। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৩) মিয়া গোলাম ফারুক পিংকু।

পরে মাঝার জেয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এর আগে আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন, এমপি গোলাম ফারুক পিংকু।

এসময় তিনি বলেন, ঐতিহ্যগতভাবে মেলাটি স্থানীয়দের কাছে জনপ্রিয় হওয়ার আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে মেলার অনুমোদন করিয়ে দিয়েছি। মেলাকে ঘিরে যেন কোনো ধরনের অনৈতিক কর্মকান্ড এবং নিজেদের মধ্যে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে। মেলায় দর্শনার্থী ও আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় স্থানীয় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিম যৌথভাবে কাজ করবে বলে জানা তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মেলা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, মেলা কমিটির কোষাধ্যক্ষ ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু, সহ কোষাধ্যক্ষ ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিপুল সংখ্যক দর্শনার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এখানে কাঠের তৈরী আসবাবপত্র, স্টীল ও বেতের তৈরী দেশীয় সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন খেলনা, কসমেটিকস, রকমারী দেশীয় খাবার দোকানসহ নাগরদোলা, পুতুলনাচ, যাদু প্রদর্শণীসহ ইত্যাদির আয়োজন করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews