ফেনী প্রতিনিধি :
স্বর্ণ ব্যবসায়ী আলাউদ্দিন দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ১০০ ভরি সোনা উধাও। দোকান থেকে শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এই ঘটনা ঘটে ।
দোকান মালিক আলাউদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়িতে যাই। দুর্বৃত্তরা এ সুযোগে জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের হাতে সিসি ক্যামেরার একটি ফুটেজ এসেছে। ফুটেজে দুজন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।