ফেনী প্রতিনিধি :
ফেনীর পরশুরামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল হোসেন (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল পেশায় একটি কোম্পানির সাবডিলার।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই কিশোরী ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে তার কক্ষে প্রবেশ করে ধর্ষণচেষ্টা চালান ইসমাইল হোসেন।
এসময় মেয়েটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। পরে মেয়েটি তার মাকে সব খুলে বলে।
ভুক্তভোগী কিশোরী জানায়, এরআগে গত ১১ নভেম্বর বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করেন। তবে লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে।