অপহৃত রাজুর ছবি
চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ইটপুকুরিয়া খালপাড়ে একজনকে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে ফাঁসাতে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলকার রাতে রাজু (গঙ্গা রাজু) কে ইটপুকুরিয়া খালপাড় থেকে স্থানীয় লোকজন অস্ত্র সহ আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এঘটনায় মারধরের শিকার রাজু নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাকে অপহরণ করে মারধর করে অপহরণকারীরা অস্ত্র দিয়ে ফাঁসানো চেষ্টা করেছে।
পরে রাজুর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নুর হোসেন ও নুর আলম রুবেল কে আটক করে অস্ত্র ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
বিষয়টি বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেন চাটখিল থানার ওসি মো. ইমদাদুল হক।