নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে ভোট বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ও ওয়াপদা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।
এর আগে রাতে ও সকালে জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে হরতালের কারণে সকাল থেকেই লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে।
স্থানীয় কয়েক জন বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাতেই সবশেষ ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়। সকাল থেকে সিএনজি অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাট হয়ে অনেকেই ঢাকার উদ্দেশে রওনা হলেও কোনো বাস ঢাকা-চট্টগ্রামে যেতে দেখা যায়নি।
নামাজ পড়ে সকালে হাঁটতে বের হওয়া কয়েক জন নাম না প্রকাশের শর্তে বলেন, বিএনপির নেতকর্মীরা ঘটনা স্থলে মিছিল করে। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো নিয়ে চালকরা চলে যায়। বিক্ষোভকারীদের নামও বলেননি প্রত্যক্ষদর্শীরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন কেউই ভাঙচুরের ঘটনা জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।